ক্রীতদাস


           -প্রীতম শীল
নিকৃষ্ট মনের মালিক আপনি,
দুর্ভাগ্য আমার তাইতো ক্রীতদাস।
দুরূহ কাজ দিয়েছেন আমায়,
দুর্দিন সাথে রয়েছে আমার বারোমাস।
অনুশোচনা নেই আমার,
কাউকে করবোনা দায়ী।
বকেয়া রয়েছে পূর্ব পুরুষের,
কর্ম করি ফরমাশ অনুযায়ী।
আমি যে ভাবীকাল ক্রীতদাস,
ভুলে গেছি স্বাধিকার।
প্রত্যাঘাত করা আমার কর্ম নয়,
নয় আমার অধিকার।
আমি যে চিরকালের ক্রীতদাস,
কর্ম করি বারোমাস।
চিৎকার করে বলি আমি ক্রীতদাস,
শুধুই শুনি ফরমাশ।
দৃঢ় প্রান নিয়ে স্বপ্ন ভাঙবো,
মনের সাথে করবো লড়াই।
পীড়ন সব সয়ে যাবো আমি,
কোনো অভিযোগ ছাড়াই।

কবি পরিচিতি :- কবি প্রীতম শীল ২৮/০২/১৯৯৪ এ কাঁঠালিয়া নির্ভয় পুর গ্রামে অন্তত হতদরিদ্র ঘরে জন্ম গ্রহণ করেন।  অভাব অনটনের মধ্য দিয়ে কোনো ক্রমে স্নাতক ডিগ্রি লাভ করেন।পিতা স্বপন শীল ও মাতা সন্ধ্যা রানী শীলের প্রথম পুত্র। কবি প্রীতম শীল মঞ্চ নাটক লিখেন এবং নিজে অভিনয় করেন ও অভিনয় করতে ভালোবাসেন। কবি ত্রিপুরার লিটল ম্যাগাজিন মননস্রোতে নিয়মিত লিখেন। নবোন্মেষ কাব্যগ্রন্থে কবির কবিতা " অবুঝের কান্না" প্রকাশিত হয়। কর্ম জীবনে কবি গৃহশিক্ষক হিসাবে কাজ করেন। প্রীতম শীলের লেখা সমূহঃ ১)লক্ষ বেকারের কথা(অনুগল্প) ২)হাড় কিপটের এক টাকা লোকসান(গল্প) কবিতা সমূহঃ- ১)ইচ্ছে ছিল,  ২)আনন্দের জায়গা এখানে, ৩)সংঘাত, ৪)ইচ্ছেরা যখন আকাশ ছোঁয়, ৫)পালিয়ে যাবি কোথায় ৬)আদরের দুলালী ৭)শুধুই ভালোবেসে  ৮)এ কোন সমাজ  ৯)অবুঝের কান্না 
নাটক সমূহঃ-(মঞ্চ নাটক) ১)জয় মা দূর্গা  ২)শহীদ  ৩)কালো মেয়ে ৪)রক্তাক্ত আঙিনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন