—সংগীতা শীল
রঙিন স্বপ্নেভরা মধ্য রজনীতে
ক্ষনিকের প্রতিবন্ধকতা ভুলে গিয়ে
মেঘলা দিনের বৃষ্টিতে,
প্রকৃতিকে সাক্ষী রেখে
হারিয়ে যাবো কোনো এক শেষ বিকেলে।
তোমার মাথায় সাজানো বুনোফুল
নূপুর আর চুরিতে রুমঝুম শব্দতাল
সারাদিন মিষ্টি সুরের গুনগুন;
এই নিষ্ঠুর পৃথিবীর মাঝে তোমাতেই মতিভ্রম হয় বারবার।
জোছনার রাতে থমকে দাঁড়াই,
স্বপ্নে আঁকা সৌন্দর্যের মাঝে
তোমার সবুজ অপরূপ সাজে;
কোমল স্পর্শে আমার স্পন্দিত হৃদয়!
তুমি মায়াজালে মাতোয়ারা করো
ইচ্ছে করে উদাসী হয়ে পথের প্রান্তরে ঘুরে বেড়াই
কখনো সুরের বন্যায় হারিয়ে গিয়ে
প্রজাপতি হয়ে প্রকৃতিতে গাঁ ভাসিয়ে দিই।
কবি পরিচিতি - জন্ম ২০০১সালের ১৯শে ফেব্রুয়ারী, সাব্রুম দঃ জেলার জলেফা নামক গ্রামে। পেশায় বি.বি.এম কলেজের প্রথম বর্ষের ছাত্রী। ছোটোবেলা থেকেই কৌতুকের ছন্দে ছড়া বানাতেন। ধীরে ধীরে কবিতার প্রতি গভীর মনোনিবেশ ঘটলো। শুরু হয় ২০১৮সাল থেকে লেখালেখি। তারপর ফেসবুকে, সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিভিন্ন কবি সাহিত্যিকরা। ১৬-১২-২০১৮ সালে প্রথমে মননস্রোত সাহিত্য পত্রিকায় 'বিধাতা' কবিতাটি স্থান লাভ করে। তারপর হুমায়ুন এডিটোরিয়াল [কবিতা বিভাগ], নবোন্মেষ পুঃ ম্যাগাজিন, সৃজনী সাহিত্য সংস্থায় কবিতা প্রকাশ পেয়েছে। তিনি চান এইভাবে সাহিত্য জগতে নিজেকে অর্পিত করতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন