-সুমন দেবনাথ
তোকে ঠিক ঠাক ভাবেই রোপন করে দেবো অশোক ।
তুই আপন করে নিস পাশে থাকা বকুলকে ।
চাঁপা যখনই সুগন্ধ ছড়াতে সমীরণকে আহবান করবে ,
তোরা দুজনে মিলেই তার সুবাস ছড়িয়ে দিস জন মাঝারে ।
তোদের তিনজনকেই দিয়ে আসলাম দায়িত্ব ।
ভালো রাখিস সেই বিদ্যালয়ের পরিবেশ ।
তোরা থাকবি , দেখে রাখবি সেই সন্তানদের যাদের আমরা রেখে এসেছি তোদের ভরসায় ।
প্রয়োজনের সময় তোরা তাদের ছায়া দিস ,
অক্সিজেনের প্রয়োজনে দিবি অক্সিজেন ।
এখন থেকে স্যার-ম্যামরাই হলো তোদের জনক-জননী আর শিশুরা তোদের সন্তান ।
আমরা যাবো , তোদের দেখে আসবো ।
বিপদ আসন্ন বুঝলেই আমাকে অনুভবে ডাকিস ।
হয়তো একটু দেরি হবে , তবে তোদেরকে বাঁচাতে সকল আঘাত হ সইতে রাজি ।
তোরা ভালো থাকিস অশোক , বকুল , চাঁপা ।
কবি পরিচিতি- জন্ম ১৯৯৫ সালের ৮ই নভেম্বর ত্রিপুরার আগরতলায় (পূর্ব গান্ধীগ্রাম) এক দরিদ্র দেবনাথ পরিবারে। ছোট থেকে শুধু দুঃখ আর কষ্টকেই সঙ্গী করে বড়ো হয়েছে। সুখ কি জিনিস সেটা দেখার সৌভাগ্য হয়নি। ছোট থেকেই স্বপ্ন দেখে একদিন Air hostage হবে। B.A . পাসের পর Entrance দিয়ে সেই সুযোগও অর্জন করে তবে টাকার অভাবে যোগদান করতে পারেনি। তারপর স্বপ্ন দেখে সংবাদ পাঠক হওয়ার। বাংলা বিষয়ে মাস্টার্স করার সময় অর্জন করে সেই সুযোগ। তারপর সুযোগ আসে মডেলিং-এ। একে একে অনেক গুলো মডেলিং করে বর্তমানে একজন সফল পেশাগত মডেল। একাধিক award এখন তার ঝুলিতে। তার পাশাপাশি নিজের গাওয়া গানের অ্যালবামও রয়েছে। বর্তমানে ত্রিপুরার সাহিত্য ম্যাগাজিন মনন স্রোতের মডেল এবং ত্রিপুরা রংবাজ ইউটিউব চ্যানেলের অভিনেতা। হলিক্রস বি . এড . কলেজের বর্তমানে তৃতীয় সেমেস্টারের ছাত্র। শখ রয়েছে কবিতা লেখা ও আঁকায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন