স্বপ্ন বিড়ম্বনা


           -মোঃরুবেল

চোখে আগন্তু ঘুম মেখে;
তুমি প্রেম জাগাও বিছানায়।
আর আমি রাতজাগা পাখি হতচকিত হয়ে ভাবি--- 
কোথায় হারিয়ে
গেল কাঙ্ক্ষিত স্বপ্নেরা।
কোথায় হারিয়ে গেল পুঞ্জিভূত বোবা কথারা।
কথা ছিল তোমার অনুদ্ধত ক্রোড়ে আমি মাথা রাখবো;
কথা ছিলো অগোছালো কিছু গল্প তোমাকে নিয়ে গোছানোর।
কিন্তু আজ তুমি সর্বাগ্রে বিছানার কোলে ঢলে পড়ো।
এখন প্রতি রাতেই তুমি ঘুমের দেশে দাও পাড়ি।
আর আমি বিরহে কলম ধরি।
নির্ঘুম স্বপ্নেরা তোমার ঘুমের শহরে সমাধিস্থ হয় আমার নয়ন সলিলে।
তাই এখন লিখিত হয় প্রামাণ্য দলিলে।

কবি পরিচিতি :- ১৯৯৫ সালের ০৪ নভেম্বর জন্মগ্রহণ করেন আগরতলার অদূরে অবস্থিত শহরতলী শচীন্দ্রলালে। পিতা: দুলাল মিঞা ও মাতা : রাবেয়া খাতুন এর একমাত্র সন্তান।
রাষ্ট্রবিজ্ঞানে রামঠাকুর কলেজ থেকে ২০১৭ সালে স্নাতক ডিগ্রী লাভ করে। তারপর আগরতলা জেলা ভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে ডি.এল. এড ডিগ্রী অর্জন করেন।
সাহিত্যে ভালোবাসে ২০১৫ সাল থেকে এই জগতে তাঁর বিচরণ শুরু হয়।
মননস্রোত; কলকাতার মা সাহিত্য পত্রিকা ও বাংলাদেশের "ভোরের মেঘ" পত্রিকায় প্রকাশিত কবিতা সমূহ "মেঘ বালিকা " "করুণ স্মৃতির অস্তিত্ব"  "উড়ো চিঠি" ইত্যাদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন