জানিস কবিতা,
আমার স্বপ্নটির বয়স কম,
অনন্তর যৌবনমুখি সে-
উজ্জ্বল শচীন, লতা, জুকারবাগের
দিকে তাকায়।
নিদেনপক্ষে বিবেক, সুকান্ত,
চেগুয়েভারা ।
অথচ...
সুখ বা অসুখ নিয়ে, অনেকেই হয়ে
গেছে তা।
ঐ যে, রাম-শ্যাম ; কিংবা দীপা,
অশ্বিন, হলধর, ক্ষুদিরাম।
আরও আরও দৌড় লেগে আছে,
গুণোত্তোর জনস্ফুরন।
স্বপ্নকে বলি- তাঁরা তাদের মত
উজ্জ্বল,
তুমি নিজের মত হও, অ-পূর্ব কিছু !!
যে দিকে ভিড় নেই --
হতে পারে সবার আজীবন ভাত
নিশ্চিতির একটি কল আবিষ্কার ,
হতে পারে যুদ্ধহীন পৃথিবী বা
এক জাতি বানানোর একটি লিংক,
হতে পারে প্রতিযোগিতাহীন
প্রতিভামুখি সমাজ তৈরীর একটি সফ্টওয়ার !
হতে পারে অনেক কিছুই....
অভাবনীয় কোন ভাবনা।
তাঁরাও স্বপ্ন দেখুক স্বপ্ন হওয়ার।
জানিস কবিতা,
শুভলক্ষ্যে নিষ্ঠুরদের জন্য ইতিহাস
জায়গা রাখে।
*******
0 মন্তব্যসমূহ