সম্পাদকীয়.......................✍️
"রাখীবন্ধন" শব্দটা শুনলেই রবীন্দ্রনাথ এবং ছেলেদের বোনের আর মেয়েদের ভাইয়ের মূর্তি চোখে ভেসে ওঠে। কিন্তু আদোও আমরা রবীন্দ্রনাথ এবং ভাই-বোনের মূর্তিকে পূজা করতে পেরেছি কিনা জানা নেই। আমাদের ভাই-বোনকে রক্ষা করতে পেরেছি কিনা জানি না। আজ আমাদের হিসেব করার সময় এসে গেছে যে, আমরা কতটুকু ঐক্যবদ্ধ আছি? আজ আমরা আলাদা আলাদা ভাই-বোনরা রাখী পড়িয়ে দিয়ে "রাখীবন্ধন" উৎসব পালন করছি,আর তাই আমাদের শক্তি এবং ঐক্যটাও আলাদা হয়ে গেছে। ফলে একা ভাই আর একা বোন রক্ষা করতে অসম্ভব হচ্ছে। তাই সমগ্র ভাই-বোন যদি একই সুতোয় ঐক্য হয়,তাহলে কোনো বোনের ক্ষতি এবং কোনো ভাইয়ে প্রতারণার শিকার হবে না। তাই আমাদের আগে নিজেদের এক সুতোয় বাঁধতে হবে।।
-শুভ কামনায় ও ধন্যবাদান্তে
গৌরাঙ্গ সরকার
সম্পাদক
নবোন্মেষ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন