প্রেমের আই-কার্ড


              ✍️অ্যান্কার সুমন

তর খেয়াল আমি কেরে রাকতাম না ক্?
তুই নিজের কতা ভুইল্লা যদি আমার স্বপ্ন সাজাইতে নিজেরে ব্যস্ত রাখস্ তাইলে তর লাইগ্গা কি আমার মায়া বাড়ত না ক্?

তুই নিজে কেমনে চলবি,
কোনডা তর লাইগ্গা বালা-খারাপ হিডাও যদি আমারেই কস্ দায়িত্ব নিতাম তাইলে কি তর লাইগ্গা আমার পরান কানতো না ক্?

তুই আমারে ডেইলি প্রেমের কত গল্প কস্ ,
কত্তো আদর কইরা ডাকস,
সুযোগ পাইলেই ছুইট্টা আইয়স দেহা করতি,
তর কতা ভাইব্বা কত রাত না ঘুমায়া এখনো কাডাই আমি।
চিন্তা করি তর আর আমার লাইগ্গা,
ইডা কি আমার প্রেমের আই-কার্ড না ক্?
আমি তরে কত বালা পাই, তর উন্নতি কামনা কইরা কত ঠাহুররে ডাহি কেমনে বুজাইতাম তরে?

অনেকদিন হইসে তরে বিডিও কল করি না,
ফোনডা অ ত বালানা বেশি।
তুই কইসত কাম কইরা সামনের মাসো মোবাইল কিন্না দিবি একটা,
লকডাউন পইরা সব শেষ ।
আমার কাসে একটা তর ফডু আচে, ইডারে ডেইলি কতবার আদর করি!
তরে আমি অনেক বেশি বালা পাইরে।
লকডাউন শেষ হইলে আমার মোবাইল লাগব আর তরে অ লাগব।
তরে আমি দেকতাম মন ভইরা।
আসকা তরে একটা চিডি লেখসি,
লগে আমার একটা ফডু অ ঢুহায়া দিসি খাম অ কইরা ।
চিডি পাইয়া তুই অ তর একটা ফডু দিস আমারে খাম অ কইরা ।
তর আগের ফডুর লগে অক্কনের ফডু মিলায়া দেহুম আর তরে দুই বার দুই বার কইরা আদর করুম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন