✍️দীপ্র দাস চৌধুরী
তোমার জন্যে বসন্ত দিন, নিত্যনতুন ধাপ,
আমার কফিনে তোমার জন্যে রেখেছি এক গোলাপ।
তোমার জন্যে ভ্যালেনটাইন, চৌদ্দ ফেব্রুয়ারী...
আজকে গোলাপ তোমার জন্যে বড্ড অহংকারী।
তোমার জন্যে নিষ্পাপ মন গোলাপী বসন প'রে-
পাগলের মতো আজকে কেবল পাঁপড়ি বৃষ্টি করে।
তোমার জন্যে ফুলের বাগান আকাশে মেলেছে ডানা
সেখান থেকেই তুমি খুঁজে নিও,কেউ তো করেনি মানা!
সে' সব ফুলের ঠিকানা কেবল তোমার খোঁপার মাঝে,
তাইতো গোলাপ সুযোগ বুঝেই নিজের মতোন সাজে।
এই গোলাপের পাতায় দহন, শরীরে তোমার ছাপ
তাই তো কফিনে শিউলি না রেখে, রেখেছি এই গোলাপ।
আজকে প্রেমটা বিদ্রোহ হোক, বাড়াক রক্ত চাপ...
বিরহের কাঁটা তুলে দিক আজ কাঁটাঘেরা এ' গোলাপ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন