একুশ


                  ✍️পিংকী দাস 
 
একুশ মানেই রক্ত ক্ষরিত পাতা
বলিদানের গাঁথা।
একুশ মানেই বাংলার মুখ
বাঙালির শৌর্য।
একুশ মানেই নতুন ভোরের ডাক
বাংলার দূরন্ত এক প্রাণ।
একুশ মানেই পল্লীর শিশির ভেজা ঘাস
বকুল ঝরা মাঠ।
একুশ মানেই মায়ের সুভাষ
মায়ের হাতের স্পর্শ।
একুশ মানেই নবীনের প্রথম বুলি
মায়ের আঁচলের গন্ধ
একুশ মানেই তোমার আমার
 বাঙালির স্পন্দন।
                

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন