✍️সঞ্চয়িতা শর্মা
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার কথাবলা।
বাংলা আমার হৃদয় আর্তি
বাংলা আমার প্রেমলীলা।
বাংলা আমার কবিতা লেখা
বাংলা আমার প্রাণের গান।
বাংলা আমার নিজেকে জানা
বাংলা আমার অভিমান।
বাংলা আমার চলন বলন
বাংলা আমার একপেছে শাড়ি।
বাংলা আমার পিঠে পুলি
বাংলা আমার মিষ্টির হাঁড়ি।
বাংলা আমার মায়ের সিঁথির
সিঁদুরে রঙ আর আলতা পা।
বাংলা আমার আম্মীর সেই
ঢেকে রাখা মুখ আর দোয়া।
বাংলা আমার বাবার সেই
পড়নে ধুতি ,গামছা কাঁধে।
বাংলা আমার আব্বুর সেই
কিস্তি টুপি কিশমিশ হাতে।
বাংলা আমার মায়ের হাতের
সর্ষে ইলিশ,মটর ডাল।
বাংলা আমার আম্মীর সেই
চড়চড়ি আর পাবদা ঝাল।
বাংলা আমার অলস চিত্ত
ব্যাকুল হওয়া, স্বপন দেখা।
বাংলা আমার মুখের হাসি
মসীর কালিতে ভাবনা লেখা।
বাংলা আমার ,বাংলা তোমার
বাংলা মোদের সবার আশা।
বাংলা ভালো ,বাংলা আলো
সব বাঙালির মনের ভাষা।
বাংলা শুধু ভাষাই নয়
বাংলা আমার অলংকার।
বাংলা শুধু আমারই নয়
সব বাঙালির অহংকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন