পথিক


             ✍️মিঠুন দেবনাথ 

আজ আমি ব্যস্ত শহরে ,
            এক ব্যস্ত পথিক l

এই সুন্দর বিশাল ত্রিভুবনের ,
             এক ক্ষুদ্র অচেনা পথিক l

ব্যস্ততার মধ্য দিয়ে ও কাটিয়ে দিতে হয় ,
             এই ক্ষুদ্র অসহায় জীবন l

অসংখ্য চিন্তা ও অসংখ্য পথ ,
             তবুও হারিয়ে যায়নি নির্দিষ্ট লক্ষ্যে l

আজ ব্যথিত রাস্তায়, সহিত যন্ত্রণায় ,
             এগিয়ে দিচ্ছে পথিককে l

তাই আজ পূর্ণতা পেল,
             পথিকের রাস্তায় l

সে দুর্ভোগের দিনে করেছিল সহায়তা ,
    নতুন পেয়ে হারিয়ে গেল সাফল্যের চিন্তায় l
    
সে সহায়তার ডাক এখনও দিয়ে যায়,
      হারিয়ে গেল সহায়ী কে ? তাদের চিন্তায় l

ভুলেই গেলাম সে ব্যতীত রাস্তাকে,
             যে দেখিয়েছিল সুন্দর পথ l

আজ তাদেরও দোয়ায় বেঁচে আছি,
            এই ত্রিভুবনে জীবনের স্রোতে l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ