দীপিকা চক্রবর্ত্তী
ইংরেজীটা ঠিক আসেনা ভাই
বাংলা যে আমার বেশ প্রিয়।
হয়তো তুমি বলো ইংরেজী কথা,
আমার মন যে বলে বাংলা কথা।
আজ যাকে তুমি ব্যঙ্গ করছো,
আর বলছো,'বাংলা আমার না ঠিক আসেনা'
কাল ই তুমি বলবে,'কেনো আমার ছেলে বাংলাটা ঠিক পরছে না?'
প্রেমিকার ন্যায় ভালোবাসো ভাই আমার বাংলা ভাষাকে,
দেখবে তখন ভাসছো তুমি বাংলা ভাষার নেশাতে।
বিশ্বের শ্রেষ্ঠ মিষ্টি ভাষা
তোমার আমার বাংলা ভাষা,
করোনা তুমি অবহেলা ভাই আমার বাংলা ভাষাকে,
ভালো লাগে কি বাংলা ভাষাকে ব্যঙ্গ করে সকল লোককে হাসাতে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন