আমার ভাষা


    ✍️সুরমা আকতার 

মাতৃভাষা সেই ভাষাকেই জানি
যে ভাষাতে মুখের বুলি আনি।
আমার ভাষা মাতৃভাষা 
আঞ্চলিক বলেও তাকে জানি।
জোড় করে কেউ চাঁপিয়ে দেওয়া 
আমার ভাষা তো নয়,
আমার ভাষা তো মায়ের ভাষা হয়।
যে ভাষাতে শান্তি মিটে
যে ভাষা হৃদয় থেকে ফুটে 
সেই ভাষা আমার ভাষা হয়ে উঠে ।
আমার ভাষা কেড়ে নিতে দেবোনা কাউকে 
প্রয়োজনে হয়ে যাবো ছাই, 
তবুও ছাড়বোনা নিজ অধিকার ভাই।
এ ভাষার জন্য আমার ভাইয়েরা করেছেন লড়াই
কোটি বাঙালি একসাথে নেমেছিলেন রাজপথে।
সেই লড়াইয়ে দিয়েছেন কত প্রাণ
আজ তাঁদের অবদান শীর্ষ স্থান।
রাষ্ট্র ভাষা বাংলা চাই 
এ লড়াই সবার প্রাণে ভাই।
সেই মিছিলে দিয়েছেন প্রাণ
রফিক, সালাম, বরকত ভাইজান।
বিশ্বের দরবারে তাঁরা রেখে গেছেন নিজেদের অবদান ,
আজ তাই গর্ব করে বলি আমার ভাষার  হয়েছে হীরের দাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন