বুলি


            ✍️তানভীন আহমেদ 

ওরা মোর মুখের বুলি কাইড়া নিবার চায়।
তাকি মুই নিঃশব্দে মাইনা নিমু ভাই!
ওরা মোর মুখের বুলি কাইড়া নিবার চায়।

এই ভাষায় মুই হইছি বড়
গাইছি কত্ত গান,
হুনছি মুই কত্ত ছড়া
দেখছি প্রেমের বান।
এই ভাষা ছাইড়া কও আর কনে যাই!
ওরা মোর মুখের বুলি কাইড়া নিবার চায়। 

এই ভাষায় মুই কইছি কথা
করছি কত্ত দোয়া,
হুনছি কত্ত গল্প মুই
পাইছি প্রেমের ছোঁয়া। 
এই ভাষা শিখাইছে গো মোর প্রানের মা'য়!
ওরা মোর মুখের বুলি কাইড়া নিবার চায়। 

উর্দু মুই বুঝি না
হুনি নাই কোনোদিন, 
পরের বুলি কইমু ক্যা?
উর্দু যে অচিন।
বাংলা মোর আপন ভাষা উর্দু যে তা নয়।
ওরা মোর মুখের বুলি কাইড়া নিবার চায়। 

হইলে দরকার দিমু রক্ত 
মানুম না মুই হার,
জীবন দিয়া রাখমু ধইরা মর্যাদা বাংলার।
বাংলার লোক বীরের জাতি হার মানে নায়!
ওরা মোর মুখের বুলি কাইড়া নিবার চায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন