✍🏻পায়েল মজুমদার
বাংলা আমার মাতৃভাষা,
এ ভাষাতেই আমি খুঁজে পাই
আমার সুখ-আনন্দ,
এ ভাষার ভেতর লুকিয়ে আছে অনেক অনুভূতি ।
এ ভাষার প্রতিটি শব্দে খুঁজে পাই আমার মায়ের চেনা গন্ধ ।
বাউলের সুরে মন হয়ে উঠে উত্তাল,
কত লড়াই হলো, কত শহীদ হলো, অর্জিত হলো মাতৃভাষা বাংলা ।
আমি আপ্লুত আমি বাঙালি,
এ ভাষা আমার গর্ব ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন