✍️সৌরভ শীল
একুশ তবে লিখেছিলে মাতৃভাষা
লিখেছিলে মাতৃদুগ্ধ মধুময়
বর্ণময় আলোক আশা।
একুশের বুকে চাবুক মার
অশোকের আগুন বনে
কবিতার ছন্দে মিলাতে গিয়ে ভুল করোনা
তবে বলেই ফেলো আমি একুশে!
চাবুক মারো ওই রক্তঝরা বুকে।
ঝরে পড়ুক সব আগুন ঝরানো;
চুষে নাও বিন্দু বিন্দু রক্ত--
চিরে ফেলো সেই শহীদ মিনার
ভেঙে গুড়িয়ে দাও সভ্যতা!
ইতিহাস মুছে ফেলো
পুরে ছাই কাগজে-কলমে,
উড়িয়ে দাও ওই দক্ষিণা হাওয়ায়,
একুশের বুকে চাবুক মারো!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন