মাতৃভূমি

              
                  ✍️সুপর্না কর

মাতৃভূমি মাগো আমার,
      জন্মভূমি তুমি।
রাঙা দুটি পায়ে তোমার,
  প্রণাম জানাই আমি।।

  মাতৃভূমির মাতৃভাষা
   সে যে বড়ই খাঁটি।
 মাতৃভূমির গরীব চাষা
 ফসলে রাঙায় মাটি।।

মাতৃভূমির সবুজ ছাওয়ায়,
   ফুটলো ব‍্যাঙের ছাতা।
মাতৃভূমির কোমল হাওয়ায়
   স্নেহের আঁচল পাতা।।

   মাতৃভূমির রঙিন হাসি
   ফুলের শোভায় সাজে।
কোমল সুরে বাজলো বাঁশি
     হৃদয় বীনার মাঝে।।

এই ভূমিতেই জন্ম আমার,
     এই ভূমিতেই মরণ।
  বক্ষে ধরে চরণ তোমার
     ধন‍্য হলো জীবন।।

                        
                 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন