ভাষা


                ✍️পান্হ দাস

ছোট্ট একটি শব্দ যেথা,
তবে ভাবতে প্রয়োজন 
গভীর মানসিকতা ৷
ভাষা হল আসলে রঙ তুলি
যা আঁকি তাই শিখি ৷

রয়েছে কতইনা
ভাষা মোর পৃথিবীতে,
রয়েছে কতইনা
ভাস্কর্য মোর পৃথিবীতে,
তবে, বাংলার মতো সৃষ্টি
দ্বিতীয় নেই আর মোর নীলেতে ৷

কতইনা বীর ভাষা সংগ্রামী 
হলেন শহীদ,
দিয়ে গেলেন ভাষার প্রতি 
অফুরন্ত প্রতিকৃত ৷

মোর ভাষা মোর অহংকার
যা দূর করে সকল অন্ধকার,
মোর ভাষা মোর গর্ব
রইলো ভাষার প্রতি সকলের শ্রদ্ধার্ঘ ‌৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ