আমি ভালবাসি আমার জন্মভূমি
ভালবাসি আমি মায়ের জাত।
তাইতো সদা কলম নিয়ে
জেগে থাকি দিবা রাত।
ভালবাসি আমি সহপাঠী
সহপাঠীনীদেরকেও ভালবাসি।
আমি তখনই ভালো থাকি
যখন তাঁদের মুখে থাকে হাসি।
গুরুজনদের আমি শ্রদ্ধা করি
শ্রদ্ধা করি মাতা পিতা।
সদা সর্বদা চেষ্টা করি
মনে রাখতে তাঁদের কথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন