বাংলা আমার অহংকার


              ✍️উজ্জ্বল ভট্টাচার্য্য
 
আমি গর্বিত আমি অহংকারী
বাঙালি ঐতিহ্য-সংস্কারে,
আমি সেই শিক্ষিতের জন্মগত শত্তুর 
যারা নিজ ঐতিহ্য-ভাষার গায়ে চুনকাম করে
স্বর্গসুখ পায় সাহেবীয়ানা ঝেড়ে।
শিক্ষিতরুপী মূর্খের দল,
বলি কিসের এত দম্ভ?   
ধারে নেওয়া জিনিসের করা যায় কি গর্ব?
ভাবছ দু-খান সাহেবী বুলি ঝেড়ে সমাজের তুমি মেরুদন্ড!
টিপছাপীদেরও অসীম জ্ঞান ভান্ডার
আসলে তোমরা ভন্ড।
যে মা তোমায় জন্ম দিলো
যার ভাষায় মুখ ফোটে,
পরিচয়ে তুলে ধরতে বড্ড লাগে মর্যাদায় তাই না!
তোমার রঙমশালের শিক্ষিতমহলে।
বাঃ আমার শিক্ষিত সমাজ সাবাশ!
মানসিকতা নর্দমার অভিরুপ
আর শরীরে ছিটাও নামি শুভাস।
ইতিহাস ঘেঁটে দেখ বাংলা-বাঙালীর স্থান কি
গ্রাম,শহর আকাশসমগ্র বাঙালি বিশ্ব জিতেছি।
সময়ের স্রোতে গা ভাসাবো'ই
তবে তাই বলে কি ভুলবো শিকড়ের টান!
শিক্ষিত সমাজের হুঁশ ফেরাতে
দিচ্ছি তাই কলমে শান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ