প্রাণের বাংলা


               ✍️সুমিতা স্মৃতি

বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার প্রাণ
বাংলায় আমি কথা বলি, বাংলায় গাই গান। 

বাংলা মাটি আমার কাছে স্বর্গ তুল্য পবিত্র
বাংলা ভাষায় মহান হয়েছিল রবীন্দ্রনাথ ও জীবনানন্দ। 

বাংলা আমার মুখের ভাষা, বাংলাই আমার পরিচয় 
চিরকাল গাইব  আমি জয় বাঙালীর জয়। 

বাংলা ভাষা রক্ষার্থে যারা জীবন দিয়েছে বলিদান
ভুলতে পারব না অমর বাঙালীদের অমর বলিদান। 

বাংলা ভাষাই বিশ্বের সবচেয়ে সুমিষ্ট ভাষা
বাংলাকে কেন্দ্র করেই আমার সব আশা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন