ভালোবাসা


        ✍ মৌমিতা চক্রবর্তী

অনেকদিন পর আজ ভালোবাসাকে দেখলাম।
হ্যাঁ গো, ভালোবাসা।
তোমার জানলায় উঁকি মেরে
আমাদের পশ্চিমের বারান্দায়
ঢলানি সূর্যের আবির মাখবে বলে পা ছড়িয়ে বসেছিল। শাড়িটা কখন যে হাঁটুর ওপর উঠে গেছে,
খেয়াল করেনি ভালোবাসা।
দাদুর সাদা ধুতিতে কালা নেই কোনও --
মাইয়া মানুষের এহেন বেসামাল চালচলন
কিছুতেই সহ্য করবেন না শাস্ত্র-পুং।
সেখান থেকে বেরিয়ে ধর্মযুদ্ধে রাজনৈতিক পাশা খেলায় অংশগ্রহণে অনিচ্ছুক ভালোবাসা
চর, বাঁশ বাগান, লজ্জাবতীর অতি সম্ভ্রম পেরিয়ে
উঠলো গিয়ে ঈশ্বরী পাটনির নৌকায়।
হায় রে ভালোবাসা,
এখনও বুঝতে পারিসনি,
কী আছে তোর কাছে! 
রাখতে পারবি আমার সন্তানকে দুধে-ভাতে?
সেই থেকে ভালোবাসা ঘুরছে- ঘুরছে ,
ঘুরছে দিশেহারা হয়ে।
ঘোষবাড়ির ডুমুর গাছতলায়,
সেন গিন্নির আলনার পেছনে লুকিয়ে রাখা অন্তর্বাসে, সোনালির বিগত প্রেমিকের সুইসাইড নোটে,
শৈবালের যাবজ্জীবন কারাদণ্ডে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ