বাংলা আমার মাতৃভাষা


                ✍️মন্দিরা ভারতী

প্রয়োজনে বলতে হয়
নানান ভাষায় কথা,
অপ্রয়োজনে করি না ব্যবহার
অন্য ভাষার অযথা।
আমি ভালোবাসি 
আমার মাতৃভাষাকে,
আমি গর্ব বোধ করি 
আমি বাঙালি বলে।
বাংলায় আমার বিশ্বকবি
রবিঠাকুরের জন্ম,
ভিনদেশীরা বুঝবে কী
এই বাংলার মর্ম!
বাংলা ভাষায় লুকিয়ে আছে
সোঁদা মাটির গন্ধ,
অন্য কোনো ভাষার আমি
করি না বিচার ভালোমন্দ।
মাতৃভাষা থাকবে মনে
যেথায় আমি রব,
বাংলা মায়ের সন্তান আমি
এটাই আমার গর্ব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন