কাজ


                     ✍️দীপ্র দাস চৌধুরী

দূর থেকে দূর শুধু দেখা যায় লাশেদের স্তূপ
তার মাঝে একা একা দাঁড়িয়ে রয়েছে এক কবি,
সব কিছু দেখে নিজে সাক্ষী থাকছে তার লেখার
আমরা পড়ার নামে চোখে শুধু এঁকে যাই ছবি।

একলা দুপুরগুলো দিয়ে যায় শ্মশানের ডাক,
মৃত মানুষের মতো আমরাও চেয়ে ব'সে থাকি।
কবি তো দাঁড়িয়ে থাকে আকাশে নিজের চোখ মেলে
লিখতে গেলেই কথা আজ স্রেফ দিয়ে যাবে ফাঁকি।

রাত নামে চুপিসারে মুছে দিয়ে দুপুরের ঘাম
একটা একটা ক'রে কথা নামে ডায়রির ভাঁজে...
তারপর পাহাড়াতে ব'সে যায় কবিতার দল-
কবিকে জ্বালিয়ে মারে সারারাত ঘুমহীন কাজে।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন