তুমি, শুধু তুমি


          ✍️মৌমিতা চক্রবর্তী

যখন কেউ আমায় জিজ্ঞেস করে তোমার নাম
আকাশ দেখাই আমি
তোমার ঠিকানা খুঁজলেই চোখ পৌঁছে যায় লেকের ধারে
ওখানেই রোদ মাখে পরিযায়ীরা  

না থেকেও থাকতে পারে কেউ উদয় থেকে অস্তে? 

ভাবিনি কোনোদিন হবে বিমূর্ত ক্যানভাসে মূর্তিমান প্রেমিক আঁকা,না ছুঁয়েও যাকে ছোঁয়া যায় অকিল্মিষ বোধে।

আমার হয়েও তুমি আমার নয়
অন্য কারোর? 
না কী করে বলবো তা! 
হতে পারে স্বপ্ন সত্যি-ভোরের
হতে পারে অতিক্রম-না বলা কথা
হতে পারে সেজে উঠছে-প্রেমিক কাশফুল
ভরাবে আমার শূন্য নদীকুল
হতে পারে লক্ষ্মীর ঝাঁপি খুলে পাবো অজানা ঠিকানার অদেখা প্রেমপত্র
অঙ্ক খাতায় আরশোলার সুখী সংসার
বীণাপাণি গাইতে পারে- ভালোবাসি ভালোবাসি
চাইতেই পারে সমবেত কন্ঠ--- প্রেমিকং দেহি। 

চাইবো না আমি। জানি,জানি তো 
আছো তুমি। 
কল্পে-অনুকল্পে
প্রারম্ভে-ছেদে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন