✍️ মন্দিরা ভারতী
দেয়না কেউ বিদ্রোহের আহ্বান,
এখন হারিয়ে গেছে সেসব শ্লোগান।
ভুলে সবে লড়াই-এর কথা,
করেছে আপন মৌনতা ও ব্যথা।
চলবে না আর এমনি করে,
সাহস কর তৈরি মনে ওরে।
লড়াই যখন নিজের মোদের,
দিতে হবে ডাক নিজেকেই নিজে বিদ্রোহের।
জাগো হে জাগো তোমরা সবে,
ভরে যাক চারিদিক বিদ্রোহের রবে।
অভ্যেস ছেড়ে জেগেও ঘুমোনোর,
নিয়ে এসো এক নতুন ভোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন