নিজস্ব বেলা


                ✍️মিঠুন দেবনাথ 

ভোর হল জীবনের প্রথম ধাপ l
ভোর হল অচেনা,অজানা,
ভোর হল অন্ধকারের আচ্ছন্ন আলো ,
উদিত সূর্যের সাথী ও আলোকের পথিক l

সকাল হল জীবনের দ্বিতীয় ধাপ l
জীবনের ছোট ছোট আশা ,আলো
সকাল হল রূপান্তরিত আলোকে পৌঁছানো ও
অচেনা শহরেই পাড়ি দেওয়া l

দুপুর হল জীবনের তৃতীয় ধাপ l
দুপুর হল জীবনের লক্ষ্য,পথ এবং বন্ধুত্ব,
দুপুর হল অচেনাকে চেনার প্রতিভা,আগ্রহ,
সকলের আশার ও স্বনির্ভরতার আলো l

বিকাল হল জীবনের চতুর্থ ধাপ l
বিকাল হল জীবনের ভালোবাসার পথিক ,
বিকাল হল সকলের প্রতি দায়িত্ব,কর্তব্য পালন
সংসার মোহিত ও সখীকে নিয়ে কাটানো মহুর্ত  l

সন্ধ্যা হল জীবনের পঞ্চম ধাপ l
সন্ধ্যা হল নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়া ,
সন্ধ্যা হল নিস্তব্ধতা,ধীরে ধীরে বঞ্চিত হওয়া ও
অস্থিরতা,বঞ্চনা ও লাঞ্ছনা,অতীতকে ভাবা l

রাত্রি হল জীবনের ষষ্ঠ বা শেষ ধাপ l
রাত্রি হল জীবনের ভুলন্ত মন ও বেদনা,
রাত্রি হল জীবনের অন্ধকারে পৌছে যাওয়া ও
সবকিছুর মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যাওয়া l

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন