✍️সুপর্ণা মজুমদার
বিদ্রোহী কবি তুমি
তুমি নজরুল,
বিশ্ব বরেণ্য তুমি
তুমি হিল্লোল।
হিমাদ্রি শিখর তুমি
তুমি বহ্নিশিখা,
সাগর কল্লোল তুমি
তুমি রক্ত লেখা।
রাধিকার প্রেম তুমি
শ্যামের বাঁশরী,
কালিকার কীর্তন তুমি
বাংলার কেশরী।
যোদ্ধার কাণ্ডারী তুমি
বাংলার পলাশী,
রক্তে যেথা লাল হল
ক্লাইবের অসি।
তুমি নটরাজ, উদ্যাম তুমি
ভেঙে করো ছাড়খার,
পল্লীজননী,ভাটিয়ালি তুমি
তুমিই মাঝির দাড়।
স্নিগ্ধ কোমল তুমি
তুমিই দামাল,
ইসা-মসির রহিম তুমি
গোঠের রাখাল।
সংগ্রামের হাতিয়ার তুমি
বিজয়ের জয়টীকা,
নূতন প্রভাতের সূর্য তুমি
তুমি দিগন্তের রেখা।
সবার মাঝে রয়ে গেছ কবি
তবু তুমি আজ মুক্ত,
প্রণাম জানায় তোমায় বীর
এ বিনিত চিত্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন