✍️ডা: রূপক পোদ্দার
তখন তুমি নাই বা আমার প্রিয়, নাইবা রইলে আমার কাছে জানব আমি আমার এই সেই দেহে, এই সেই দেহে গো তোমারই বুকের শরম-ছোঁয়ার আকুল হয়ে কাঁপন যে ধরে আছে আমার সারা দেহে। এতই অসাড় আমি যে তোমার চুম্বন ও বুঝিনি মনে মনে দিয়েছিলে, তাও তো সে বোঝার সাধ্য ছিল না কেন আমার, বাড়িতে কত লোকই না ছিল তাই ঋণ কখনো স্বীকার করিতে পারি নাই। ভয়ে যদি কোন ক্ষতিগ্রস্ত হয় বা কি না হয়? কী হতে পারতো? এসবে কী কিছু এসে যায় আমার আর তোমার জীবনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন