✍️সাধন নমঃ
তোমা বিনা চলে না কলম,উঠে না হাতে অসি
তোমা বিনা গায় না কেহ সেই উত্তপ্ত অগ্নি গানখানি।
কবে আসবে বলো?কবে গাইবে সেই বিষের গান?
কবে আবার উত্তপ্ত করবে সেই তরুণ তাজা প্রাণ।
দেশ ভরেছে কালো আঁধারে, বলছে কথা কাক
শ্রেষ্ঠ মুখের অধিকারীরা আজ বড়ই নির্বাক।
ভরে গেছে পাপে দেশ,বিষিয়েছে সেই বায়ু
ঘুঙরাতে ঘুঙরাতে হারাচ্ছে প্রাণ সহস্র সরল শিশু।
এসো তুমি হে দূত, বাজাও বিষের বাঁশি
তরুণ প্রাণ হবে উদ্দমী, তুলবে হাতে অসি।
হারিয়ে গেছে শশি কিরণ,হারিয়েছে মমতা
রক্তপায়ীর দল চারিদিকব্যাপী বিছিয়েছে ক্ষমতা।
হবে আবার সেই রক্তক্ষয়ী পতন নেই কোনো ভুল
আজ এই শুভসংকট দিনে আবার আসো নজরুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন