১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি।
বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তার কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে। নজরুল ইসলামকে বিদ্রোহী কবি ও বলা হয় কারণ কাজী নজরুল ইসলাম তারা কবিতার মাধ্যমে পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত করেন। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন।
যাদের লেখনীতে নবোন্মেষ সাহিত্য পত্রিকার নজরুল জন্ম জয়ন্তীর বিশেষ সংখ্যা "বিদ্রোহী " সম্পূর্ণ হয়েছে তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনাদের কলম হয়ে উঠুক বিদ্রোহী।
ধন্যবাদান্তে
গৌরাঙ্গ সরকার ( সম্পাদক )
শিবশঙ্কর দেবনাথ ( সহ সম্পাদক)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন