✍️ সুমিতা স্মৃতি
বিদ্রোহী কবি নজরুল তুমি, গাই তোমার গান।
তোমার প্রতিবাদী কাব্য সম্ভার জাগায় প্রাণে প্রাণ।।
মানব জাতিকে দেখিয়েছ তুমি নতুন পথের দিশা।
আলো এনেছ তাদের জীবনে, যাদের জীবনে ছিল শুধু অমানিশা।।
সাম্যের গান গেয়েছ তুমি, বুকে রেখে বল।
বিরূপ পরিস্থিতিতেও তুমি হওনি কভু দুর্বল।।
আজীবন গেয়েছিলে তুমি মহামিলনের গান।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক সমান।।
সাহিত্য, সঙ্গীত সর্বক্ষেত্রেই তোমার সমান অবদান।
সাম্যবাদী ও সর্বহারাতে দরিদ্রদেরকে দিয়েছ প্রধান স্থান।।
তোমার সৃষ্ট রচনাবলী মনে জাগায় শিহরণ।
প্রতিবাদী সাহিত্য রচনার বীজ তুমিই করেছ বপন।।
দুখু মিঞা তোমার দুঃখ কথা শেষ হল না এই জীবনে।
আজও তুমি সমান দীপ্তিতে বিরাজমান বাঙালীর মনন ও চিন্তনে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন