জীবিত দেহের কবর খনন


                   ✍️সুশীল দাস

আমি ভাবি মনে মনে
প্রতিটি ক্ষনে ক্ষনে
যত করেছি পাপ
সবই নির্জনে,নিজ গুনে।

 অবহেলা, অত্যাচার শত
শরীর হয়েছে ক্ষত-বিক্ষত
করেছি নিজ আত্মার হনন
জীবিত দেহের কবর খনন। 

হয়নি বিচার আদালতে
তবু বিবেকের কারাগারে
হয়েছে শাস্তি ঘোষণা
ভোগতে হবে জীবন ভর।
 
ভুল শুধরে নেয়ার সুযোগটা
রয়েছে যৎসামান্য
যেহেতু বিবেক বুদ্ধিকে
করেছিলাম অমান্য। 

অত্যাচার, অবহেলা সব
হচ্ছে প্রতিফলিত
ফল সেই রূপ তাহার
যেই রূপ তাঁর কৃত।

একটি মন্তব্য পোস্ট করুন