✍️ রাজীব বসাক
হঠাৎ দুপুরে, শ্যামবাবু কেঁদেউঠে বলেরে ,
একটা নেই আস্ত আম,আঁটিগুলি আছে পড়ে ।
বজ্জাত ছেলেগুলি ,নেই কোনো কাজকাম ,
ধরতে পারলে একবার, একশত বার উঠবস করাতাম ।
একটি ও ছুঁইনি আস্ত আম,জিহ্বা নিতে পারেনি স্বাদ ,
শয়তান ছেলেগুলি ,ধরতে পারলে ভেঙ্গেদেব হাত ।
চোখে পড়েনা পাহাড়া দিচ্ছি দিনরাত ,
একটি ও নেই আস্ত আম,
দেখলে জয়বাবু ,ছেলেগুলো বড় বজ্জাত ।
গতবৎসর বৃষ্টিতুফানে ঝড়ে গেল সব,
ভাবছিলাম এই বৎসর ,
কিছু খাবো আর কিছু শহর বাড়িতে পাঠাবো ,
বদমাইশ ছেলেগুলি,নেই কোনো মানসন্মান,
দুরেগিয়ে ভেংচি দেখায়,যেন আমি এই বাড়ির দারোয়ান ।
পুঁতেছিলি কি একটি গাছ, রোজরোজ দিয়েছিস হানা ,
বজ্জাত ছেলে, সব আম খেয়ে রেখেছিস দানা (আঁটি) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন