জ্বলছে দেশ

             
               ✍️পূজা মজুমদার 

জ্বলছে ভারত,
 রাশি রাশি চিতা।
   না এখন দেওয়ালী নয়,
 এটা মৃত্যুর ঢেপি।
   ভগবানও নাজেহাল।
  
দ্বিতীয় চরনে মিলেছে ঠাঁই।
চেয়ে দেখো আমার ভারত জ্বলছে
 চারিদিকে কান্নার হাহাকার।
    করোনার জয়জয়কার।

অক্সিজেনও কম পড়ছে।
রাস্তায় ধরতে হচ্ছে লাইন।
   আমার ভারত জ্বলছে।
  মৃত্যুর সানাই বেজেই যাচ্ছে,
  টাকা দিয়েও এই আগুন 
     নেভানো যাবে না।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন