অমূল্য ভালোবাসা


                  ✍️ অন্তরা ভট্ট

আমার ছোট মামনিটা সিঁড়িতে বসে খুব কান্নাকাটি করছে। আমি গিয়ে জিজ্ঞেস করতেই কান্নাকাটি আরো বেড়ে গেল ।কি হয়েছে রে মা? বল আমি শুনি ।মামনি বলছে আমার সবচেয়ে কাছের, আমার ভালোবাসার প্রেমিক, আমার আত্মার আত্মীয় কে খুঁজে পাচ্ছি না। আমার জীবনসঙ্গী, আমার জীবন যুদ্ধের কখনো মোরচে না ধরা তরোয়াল আর ঢাল কোথায় খুঁজবো তাদের ?
 
              হঠাৎ দেখি আমাদের বাড়ির কুকুরটা ছাদ থেকে খুব ডাকাডাকি করছে। গিয়ে দেখি সে বই আর কলমটাকে আগলে বসে ছিল। যদি কেউ নিয়ে নেয় তাই। বৃস্টি আসাতে হঠাৎ ডাকাডাকি শুরু করে দেয় এগুলো ভিজে যাবে জেনে। মামনি এসে বলে এই যে আমার প্রেমিককে খুঁজে পেলাম। বিকেলে এসেছিলাম ভুল করে এই বই আর কলম গুলি রেখে গিয়েছিলাম।

                       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন