✍️পৌষালী ভৌমিক
আকাশে পাতালে, মনেরই আড়ালে
জ্বলছে শুধু হিংসার আগুন,
পুড়তে চলেছে এই আগুনেই কত তরুণ।
সাত ব্যাধি আজ সাত দিকেতে
ছুটছে দাপিয়ে,
তারাই তো দিচ্ছে শান্তির
বিশ্ব প্রদীপ নিভিয়ে।
হিংসার আগুনে হচ্ছে অগ্নিদগ্ধ
কত নির্মল জীবন,
ধরতে গেলে দেয়না ধরা,
দেখা যায় শুধু মরণ আর মরণ।
সত্য পারেনা পেতে প্রকাশ
মিথ্যের বাধ্য চাপে,
ধর্মের আজ আর হয়না অবকাশ
স্বার্থপরতার স্বার্থের কারণে,
বিধাতার আশীর্বাদ আজ শক্তিহীন,
শুভ শক্তির প্রাণ আজ তাই তো ক্ষীণ।
মরণ-বাঁচন তুচ্ছ করে হিংসা হচ্ছে
পরিণত দাবানলে,
সভ্যতার একদিন হবে বিসর্জন
জেনে নিও এই কালে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন