আকাশ ছোঁয়া


               ✍️ সীমা দাস

স্বপ্নিল ঘুড়ি,
উড়েছিল সেদিন।
ঘুড়িটির দু_পিঠেই,
রংবেরঙের ছবির আঁকা।
লেজটিও কম নয়,
দেখতে যথেষ্টই সুন্দর।
নেচে_নেচে উড়ে চলে,
এপাশ থেকে ওপাশ।
আর থাকল ঘুড়ির কথা,
এ আবার বলব কী?
একটু পর পরই মনে হয়,
এই আকাশের গা স্পর্শ করেছে।
কিন্তু আজকের দিনে,
হাওয়া তার দিক বদলেছে।
এদিকে থেকে ওদিকে,
ঘুড়িটি বারবার হুচোট খাচ্ছে।
মনে হচ্ছে,
এই বুঝি ছিটকে পড়বে।
লাটাই কিন্তু ধরেছে সুদক্ষ চালক,
 তবে হাল ধরা ক্রমশই কঠিন।
হাওয়ার দুর্দান্ত তাণ্ডবে,
যেনো এক্ষুনি লুটিয়ে পড়বে।
হার মানবেনা সে দক্ষ চালক,
আবারও ধরেছে হাল।
এমনই চলছে অনেকক্ষণ,
ঘুড়ি ও চালকের হাওয়াই যুদ্ধ।
যুদ্ধের সেই টানাপোড়েনে,
দিন প্রায় শেষের পথে।
ঘুড়ির লাটাই,
এখনো শক্ত হাতে।
আগামীদিনে ঘুড়িটি,
আবার উড়ে বেড়াবে।
এক অন্তহীন সীমানা ছাড়ায়ে,
একদিন নিশ্চিত আকাশ ছুঁয়ে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন