দুখু মিঞার কাহিনী


              ✍️অনুশ্রী ভট্টাচার্যি।                       

 মুগ্ধ হাওয়ায় রাতের শেষে উদিত হয় রবি।            এ মহান বিশ্বের বুকে কত মহামানবের ছবি।।           নব ভোরের, নব আলোকে, বর্ধমানে জন্ম নিলেন আদর্শ মহান কবি।              
 সেদিন থেকে যেন চারিপাশে সব কালো ছায়া হয়ে গেল রুদ্ধ।।       
মহান কবির আবির্ভাবে এই বাংলার মাটি মুগ্ধ।       কত কবিতার নতুন বাক্যে বিদ্রোহের সুর ওঠে।।      দুখুমিঞার আবির্ভাবে হিন্দু মুসলিম বিভেদ দূর হল বটে।                  
 দরিদ্র পরিবারের সন্তান, সকলের জন্য সমানাধিকার তাঁর দৃষ্টি।।                        
অগ্নিবীনা, বিষের বাঁশি, প্রলয় লিখা, মুক্তি প্রভৃতি তার কত সাহিত্য সৃষ্টি।                   
তাঁর কবিতা, সাহিত্যে ভরে গেল এ ভারত মাতার কোল।।               
তাঁর লেখুনিতে কতরকমের অর্থ যুক্ত ছন্দ মাত্রার বোল।             
সঙ্গীত যেন বেঁজে ওঠে তাঁর বিদ্রোহের সুরেসুরে।।    জাতপাতের সব বিভেদ ভুলে সবার প্রান ওঠে ভরে।             
স্বাধীনতার জন্য তাকে লড়াই করতে গিয়েও বন্দি থাকতে হয় ইংরেজদের কারাগারে।।                   কারগারে বসেও বিদ্রোহের আগুন ঝড়ায় তার লেখুনিতে।                      
 তাঁর এই মহান সৃষ্টি গুলি পারবো কী আমরা  ভুলিতে ?                
সৃষ্টি তোমার অচল হল,এক অজানা দুরারোগ্য  ব্যধিতে।।           
বাক্ তোমার রুদ্ধ হল এ কোন নির্মম আঘাতে।      অকালে তুমি বিদায় নিলে মোদের দিলে ছেড়ে,      হে বিদ্রোহী কবি, তুমি আছো , তুমি থাকবে, চিরদিন মোদের হৃদয় জুঁড়ে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন