✍️দেবীদাস নন্দী
-না বলে কয়ে এমনভাবে কেউ চলে যায়!আমার দিকটা ভাবলে না একবারও, এতদিনের সম্পর্ক তবে এতোই ঠুনকো? গৌতমের কথায় অভিমান ঝরে।স্বাতীর চুলে বিলি কাটছিল, মাইগ্রেনের যন্ত্রণায় কাতর মানুষটাকে এমনভাবেই কাছে টেনে নিয়েছে এতদিন।
-বিশ্বাস করো যেতে আমি চাইনি তোমাকে ছেড়ে, ছোট্ট শ্বাস ফেলে স্বাতী, একটু থেমে বলে,তুমিও কিন্তু বোঝনি আমাকে কোনোসময়-
- হয়তো তুমি ঠিক,জানিনা,তবে বিশ্বাস করো, তোমাকে আঘাত দিতে চাইনি কোনোদিন, বেদনার্ত কণ্ঠে গৌতম উত্তর দেয়।
নিশুতি রাত, ঘুটঘুটে অন্ধকার, ঘরে শুধু দুজন, দুজনেই প্রবীণ।মান-অভিমানের পালা চলে বেশ কিছুক্ষণ, এক সময় ঘুমিয়েও পড়ে।নিশি অবসানে, ভোরের হলুদ আলো রাতের মোহময়ী মেদুরতা ছিন্ন করে হামলে পড়ে বিছানায়। তড়িঘড়ি ধড়ফড় করে ওঠে গৌতম।দেখে স্বাতী নেই,বিষণ্ন হয়।মেনেও নেয় ।অনেক সাধ্য সাধনার পর এসেছিল স্বাতী। আর হয়তো আসবে না কখনও। হঠাৎ, কি ভেবে উজ্জীবিত হয়, গত রাতের মুহূর্তগুলো তো মিথ্যে নয়, সারা জীবনের সঞ্চয় অবশ্যই-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন