✍️প্রসেনজিৎ রায়
আজ এই বিভাবরীতে
বসে আছি নীরবে।
তাকিয়ে আছি ঐ দূর আকাশে।
আকাশের ঐ চাঁদকে দেখে
তোমার মুখটি মনে পরে।
তুমি নেই পাশে
তাই চাঁদের সাথে এ-মন কথা বলে।
মন বলে শশধর তুমি কি
আমার আলয় আসবে না?
আমায় কি ভালোবাসবে না?
চাঁদ কি যেন ভাবে।
লজ্জায় মুখটি কাদম্বিনীর আড়ালে ঢাকে।
চারিদিকে আঁধারি ছেয়ে আসে।
জোনাকিরা মিট-মিট জ্বলে।
ঝিঁ-ঝিঁ পোকারা যেন কাকুতির সুরে ডাকে।
দক্ষিণা হাওয়া এসে কানে কানে বলে।
বামন হয়ে তুই চাঁদকে পাবি কি করে।
হ্যাঁ,আজ আমি হলাম বামন
তুমি হলে নীলিমার ঐ চাঁদ।
তোমার সাথে আমার হাজারো তফাৎ।
তবুও মন শোনে না কোন বারন।
নিশিদিন তোমায় ভাবে অকারণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন