আবার হয়ত দেখা হবে


              ✍আলমগীর কবীর

হবে হয়ত আবার কোনোদি দেখা হবে সবাই একসাথে 
তখন আমরা বিদায় নিবো কি হবে আর তাতে।
বিদায় নিয়ে চলে আসবো যার যার আপন ঘৃহে
কেউবা যাবে বিশ্ববিদ্যালয়ে কেউ তাকাবেনা পেছন ফিরে।
মনে পড়বে অনেকের কথা যারা প্রিয় ছিল
জানিনা আমি কেমন ছিলাম খারাপ নাকি ভালো।
তবুও জানি তোদের কথা আমারও মনে পড়বে
জীবনটা এমনই হয় মায়ায় ভরা, তাতে কি আর করা যাবে।
এসবের মাঝে আসবে আবার এমন
বিয়ে করে অনেকে আবার, শুরু করবে নতুন জীবন।
এরই মাঝে আবার কেউ প্রতিষ্ঠিত হবে
দেখা হলে বলবে তখন, তুই বিয়ে করলি কবে।
কেউ জানেনা কে, কেথায় থাকবে তখন
কেমন আছিস বলে উঠবে, দেখা হবে যখন। 
তখন আরকি হেসে উঠে বলবো ভালো আছি
এখনো যে আমি তোদের, আগের মতই ভালোবাসি।
     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন