✍️ মোঃ আলামিন
হ্যাঁ আমি শিক্ষিত,
দু কেজি ডিগ্রী সার্টিফিকেট নিয়ে
ঘরে বসে আছি।
কিন্তু সুশিক্ষিত হতে পারেনি।
হ্যাঁ আমি শিক্ষিত
সৎ পথে চলতে পারি না, ভালো কাজে সাহস নেই, মনুষ্যত্ব নেই, নিজের স্বার্থ খুঁজে বেড়াই।
ঘরের কোণে বসে খবর দেখতে জানি।
বাহিরে প্রতিবাদ করতে ভয় পাই।
হ্যাঁ আমি শিক্ষিত
কারোর জীবন নিয়ে খেলা করায় কোনো দ্বিধাবোধ নেই আমার।
মানুষের দোষ গুণ, সমালোচনা, কালো সাদা, শিক্ষিত অশিক্ষিত,
বিচার করতে বেশ ভালই লাগে আমার।
মদ্য পান আর নেশাতেই দিনটা কাটিয়ে দেই,
বাকি বন্ধুরাও আমার মতো।
এই ভাবে কেটে যায় সারা দিন।
হ্যাঁ আমি শিক্ষিত,
আমি ভবিষ্যৎ চিন্তা নিয়ে ব্যস্ত,
কোথায় ধর্ষন হচ্ছে, কোথায় কি হচ্ছে
সেটা দেখার বিষয় আমার না,
দেখার জন্য পুলিশ আছে আইন আছে!
আমি কেন?
কাউকে রক্ত দান করা মানবতা দেখানো আমার কাজ নয়!
আমাকে ছাড়া অন্য কাউকে খুঁজুন!
হ্যাঁ আমি শিক্ষিত,
নিজের স্বার্থ আগে দেখা,
নিজের খেয়ে অন্যের চিন্তা
সেটা সম্ভব না ভাই!
আমি রাজনীতিবিদ আমি এই পদে
আমি সেই পদে ,
নিজের পদ আর স্বার্থের জন্য মানুষ কে ঠকানো ও বোকা বানানো আমার কাজ!
হ্যাঁ আমি শিক্ষিত,
অন্যের বোন ধর্ষন ও কো কোথায়
শিকার হচ্ছে,
আমি চিন্তা করার কে ভাই?
আমার বোন তো ঠিক আছে!
দরিদ্র অসহায় মানুষ অত্যাচারিত ও
শোষিত হচ্ছে।
এইসব প্রতিবাদ করা আমার কাজ না,
আমি ছাড়া প্রতিবাদ করা সমাজে অনেক লোক আছে।
হ্যাঁ আমি শিক্ষিত,
বড়দের সাথে কিভাবে কথা বলতে ও সম্মান দিতে হয়
সেটাও এখন আমার দ্বারা হয় না।
মা-বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সে সংস্কার টুকু হারিয়ে ফেলেছি!
সেই সংস্কার এখন বিলুপ্তের পথে।
হ্যাঁ আমি শিক্ষিত
শিক্ষিত সমাজে মনুষ্যত্ব নামক জিনিসটা এখন বিলুপ্তির পথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন