অনুকবিতা

      
                     অনুকবিতা:১
          মৌনতা
                  ✍️ গোপাল দে 

সবকিছু দেখেও না দেখার ভান করাটা 
তোমার নিত্যদিনের স্বভাব।
অন্নবস্ত্রহীন পথশিশু থেকে শীতাতুর বৃদ্ধ 
সবাই তোমার সম্মুখে,
আর তুমি উদাসীনতায় 
মুখ লুকাও খবরের কাগজে।

             অনুকবিতা:২

           লজ্জিত বাক্ স্বাধীনতা
          
অনেক বিনিদ্র রাত্রি কেটে যায়
আত্মচিৎকার আর লেখনীর তীব্র তান্ডবে।
এদিকে ভাষাহীন সমাজ সভ্যতা।
বাক স্বাধীনতা তোমার অনধিকার চর্চা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন