✍️ অংকিতা বর্মণ ঘোষ
বল মানবী বীর-বীরাঙ্গনা..
করব না মোরা নত শির!
নারীর জয়ে করব সমাজ ভীড়।
নয় কন্ঠে, নয়কো যৌবনে;
করব মোরা ধর্মের কর্মে
নারী বলে স্তব্ধে জয়!
এ কন্ঠের করব ক্ষয়।
পিতৃ পরিচয় স্বামীর পরিচয়
এ আবার কিসের জয়?
গড়ব মোরা শিক্ষা-কর্মে স্ব-জয়।
বিদ্রোহী বীরাঙ্গনা মা বোনেরা..
যখন কন্ঠে কন্ঠে বাঁধবে এ সুর
তখন আর নয়কো পোড়া মুখ।
না লজ্জার চাঁদর, না বিছানার
মিথ্যা স্বামীর অত্যাচারী আদর!
বাঁধবে কেবল নারীর সুখ
যখন তখন ভয়ে কাঁপবে
নারীও আজ বিদ্রোহী বীরাঙ্গনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন