কাজী


              ✍️ কৃষ্ণ দাস 

লেখনীর শিক্ষাগুরু নিজ পথের পথিক ।
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ছিল খুব অপেক্ষায় জতিক।।
তব চরণ ধরিতে সক্ষম ,
না জানিনে আমি ও যে কিশোরী মেয়ের বলে ভাবনা অক্ষম ।।
অগ্নিবীণা রচনা তোমার পূরণ করে ভাব ।
নিমড়ানু কিছু লেখা গল্পের মতো সুন্দর প্রকাশ তোমার স্বভাব ।।
লেখনীতে প্রাণ ভরা ,
দেখি গো তোমার ঐ সময়ে , 
যে সময় ছিল আগন্তুক মিলন মেলার , 
যেখানে ছিল অজস্র অজস্র মৃত্যুর কান্না ।
তুমি কবি কাজী উঠেছিলে গর্জে ।
প্রতিবাদ এর সুর উঠে আসলো তোমার বাঁশির সুরে ।।
আলো আঁধারিতে পথ দেখাতে পারলে তুমি কাজী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন