ঢিল


                 ✍️চন্দন পাল

মারাত্মক একটা ঢিল এসে 
বড় বাড়িটার সব গরিমা, নসাৎ করে দিল ।
উৎসে গিয়ে দেখি, অবিচল এক বোবা প্রজন্ম দাঁড়িয়ে ।
চোখে মুখে তার ভ্রূক্ষেপহীন ভাব ---  

তবে কি সে, সংক্রমণ বাড়ালো যারা 
তাদের প্রতি ক্ষুব্ধ ?
না-কি সে,  মারীর চেয়েও 
অব্যবস্থা-জনিত মরণে ক্ষুব্ধ !! 
 
একবিংশ শতাব্দীর চাঁদবিজ্ঞান  আর 
সমাজবিজ্ঞানে বিরক্ত !! 
নোংরা মামলায় জড়িয়ে থাকাদের মানুষ ভোট দেয় বলে ক্ষুব্ধ। 

না-কি, কেবলমাত্র বাঙালিস্তানে প্রতিহিংসা দেখে, নিজ গ্লানিতে বিরক্ত। 
জানি না ----

আরেকটি মারাত্মক ঢিল পাশেই পড়ে আছে । নিসপিস আঙুলে আমি লুব্ধ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন