✍️ কানু বনিক।
বসন্তের সন্ধ্যায়, আমি যখন
বসি রংতুলি নিয়ে
প্রেমিকের সন্ধান
তখনও পাই নি।
কি আঁকবো,
কি সাঁজাবো,
সবই তো অলংকার
আবেশে মিশে যায়
সব হ্রদয়ের মোড়ে।
খুঁজেছি আমি সেই,
রূপকথার রাজপুত্তর
পঙ্খীরাজে আসবে,
উড়ে এসে
নিয়ে যাবে আমায়,
গগন ছুঁয়ে থাকবে,
থাকবে স্বপনে-মননে,
আমার তুলিতে, আর
ভরিয়ে দেবো মনের ক্যানভাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন