✍️সঞ্চয়িতা শর্মা
বক্ষে তোমার অসীম সাহস
মসীতে ছিল বিদ্রোহ,
বিদ্রোহী কবি,তোমার কাব্যে
শিহরণ জাগে প্রত্যহ।
অগ্নিবীণার অধীর সুরে
দিকেদিকে অভিযান,
কান্ডারি আজও পরীক্ষাধীন,
জাত না জাতির করবে ত্রাণ।
বিত্তশালী সভ্য জাতির
কদর্য্য ভরা বেশ,
স্পষ্ট করে দেখিয়েছিলে,
উত্তাল হল দেশ।
ভীতির জেরে অত্যাচারী
মসীতে দিলো যে বাধা।
কাব্যরূপী অস্ত্রে তোমার
ওদের চোখে ধাঁধা।
বিদ্রোহের এত আগুন যেথা
কেমনে এত প্রেম এল সেথা?
কেমনে গাইলে এত প্রেম গাথা
বিদ্রোহের পাষাণ?
ঝর্ণার মতো ঝরে অবিরত
তোমার সকল গান।
পাষাণ গলে যে তোমার গানে
তোমার নিপুন প্রেম বয়ানে,
বিদ্রোহ,প্রেম এক হয়েযায়
ওহে নজরুল, তোমার দানে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন