দিশেহীন পৃথিবী


             ✍️ দ্বীপ বনিক

স্তব্ধ সবে আজ মৃতুর ভয়ে,
থমকে গেলো জীবন অচেনা পিছু টানে।
চোখের জল শুধু আজ চীর সাথী;
সাদা হতে ঘোলাটে হচ্ছে তার রঙ।
মানব সমাজ সত্যিই তুচ্ছ,
পাথর সম প্রমাণ হলো দিকে দিকে। 
মহামারীর কাছে মানব তুচ্ছ,
এই বিংশ শতকের বুুকে।
ছুটছে সবে লক্ষ্য হীন ভাবে;
কোথায় পাবে সেই অমরত্ব।
নিজের জীবন তো নিজে নষ্ট করলো;
আরও গভীরতম দিনে বুঝবে তার কষ্ট।
এই মহামারী তো শেষ না,
আসবে আরো কঠিনতম দিন। 
এখন আর শতকের ঘর লাগবে না,
দশকের ঘরে'তে হবে মহামারী। 
এতোদিন আমরা করেছি কর্ম;
আজ বুঝছি কর্মফল কতো ভয়ঙ্কর।
প্রকৃতি আজ চাইছে পৃথিবী, 
তাইতো আজ আমরা দিশেহীন।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন